Dr. Ayesha Razia Khondaker School & College

:: অধ্যক্ষের বাণী ::

আমরা শিক্ষক, জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর। পৃথিবীর সবচেয়ে মহান ও আদর্শ পেশা হলো শিক্ষকতা। আর এ মহান পেশায় নিয়োজিত থেকে যথাযথ ভাবে দায়িত্ব পালন করাই হউক আমাদের দৃড় প্রত্যয়। প্রত্যেক পিতা-মাতা তাঁদের সন্তানকে নিজ সাধ্যের অতিরিক্ত শিক্ষার জন্য, দক্ষ ও আদর্শ মানুষ গড়ার জন্য, নৈতিক ও উত্তম চরিত্র গঠনের জন্য শিক্ষকদের নিকট প্রেরণ করেন। এ এক মহান দায়িত্ব যার অবহেলার অন্তরালে লুকিয়ে থাকে মহান সৃষ্টিকর্তার অসন্তুষ্টির সুষ্পষ্ট ইঙ্গিত। আর আদর্শ মানুষ গড়ার মাঝে লুকিয়ে থাকে একজন আদর্শ শিক্ষকের কৃতিত্ব। পৃথিবীতে শিক্ষকই একমাত্র ব্যক্তি যিনি অন্যের সন্তানের সাফল্য, অর্জন ও কৃতিত্বে গর্ববোধ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে পাঞ্জেরীর ভূমিকায় থেকে আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে এবং আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমি প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠান মানেই টিম ওয়ার্ক। টিমের প্রতিটি সদস্য যদি ভাল কাজ করেন তাহলেই প্রতিষ্ঠান প্রধানের কৃতিত্ব ও সম্মান উত্তরোত্তর বৃদ্ধি পায়- যা ধরে রাখার প্রচেষ্টা আমার গন্তব্যে পৌছাতে সহায় হবে।

পরিশেষে ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার জন্য এ মাটির সন্তান বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বীর মুক্তিযোদ্ধা ড. খোন্দকার শওকত হোসেন এবং যারা এ মহান কাজে নিয়োজিত থেকে প্রতিষ্ঠানটি আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞ চিত্বে শ্রদ্ধা নিবেদন করছি।

কাজী আব্দুল হান্নান
অধ্যক্ষ
ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ

কদিমধল্যা, মির্জাপুর, টাঙ্গাইল।