Dr. Ayesha Razia Khondaker School & College

আমাদের প্রতিষ্ঠান

প্রতিষ্ঠানটিতে পাঠদানের অনুমতি পাওয়া থেকে সর্বশেষ এমপিওভুক্ত হওয়া পর্যন্ত সরকারি নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষামন্ত্রণালয় ও বোর্ডের বিভিন্ন পর্যায়ে অনুমোদন গ্রহণ করতে হয়। যা সংক্ষিপ্তভাবে নিম্নরূপ:

নিম্নমাধ্যমিক পর্যায়ের পাঠদানের অনুমতি পাওয়া যায় ৩০/৩/২০১০ তারিখে। অস্থায়ী স্বীকৃতি পাওয়া যায় ৯/৫/২০১১ তারিখে। নবম শ্রেণি খোলার অনুমতি পাওয়া যায় ৩/১১/২০১১ তারিখে। দশম-দ্বাদশ শ্রেণি খোলার অনুমতি পাওয়া যায় ১/৭/২০১৩ তারিখে। নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্তি লাভ করে ২৩/১০/২০১৯।

২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাবোর্ডের নিয়মানুসারে মোট ৬টি গভর্নিংবডি নির্বাচিত হয়েছে। প্রথম গভর্নিংবডির সভাপতি ছিলেন জনাব খোন্দকার আনোয়ার হোসেন। বর্তমান সভাপতি ড. খোন্দকার শওকত হোসেন। প্রতিষ্ঠাকালীন সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জনাব খোন্দকার সাজ্জাদ হোসেন। পরবর্তীতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন জনাব কাজী শাহজাহান আলী। প্রতিষ্ঠানটি কলেজ পর্যায়ে উন্নীত হওয়ার পর থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন শ্রী মৃণাল কান্তি ঘোষ

অনেক দূর দুরান্তের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে এই প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনেক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করতে আসে। এইরূপ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিম্নরূপ :

প্রাথমিক বিদ্যালয় :

১। কাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২। উফুল্কী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৩। আগধল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

বিজ্ঞান বিভাগের বিষয় সমূহ:

101-102 Bangla (COMPULSORY)

107-108 English (COMPULSORY)

275 –INFORMATION & COMMUNICATION TECHNOLOGY 

265-266 Mathematics 

174-175 Physics

176-177 Chemistry

178-179 Biology

মানবিক বিভাগের বিষয় সমূহ:

101 102 BANGLA (COMPULSORY)

107, 108 – ENGLISH (COMPULSORY)

109, 110 ECONOMICS – I

269, 270 – Civics & Good Govern

271 272 – Social Work-I

125, 126 – GEOGRAPHY-I

267, 268 – Islamic History & Cu

239, 240 – AGRI. STUDIES-I

249,250 – STUDIES OF ISLAM-I

275, – INFORMATION & COMMUNICATION TECHNOLOGY

ব্যবসা শিক্ষা বিভাগের বিষয় সমূহ:

101 102 – BANGLA (COMPULSORY)

107, 108 – ENGLISH (COMPULSORY)

239,240 – AGRI, STUDIES-I

275, – INFORMATION & COMMUNICATION TECHNOLOGY

253,254 ACCOUNTING-I

277 278 – Business Organization

286, 287 Production Management